সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও বাইকের সং*ঘর্ষে প্রাণ গেল যুবকের
23, August, 2024, 6:39:28:PM
জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে পাথর বোঝাই ট্রাক ও বাইকের সংঘর্ষে বাইকারোহীর নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নাইম আহমেদ (২২)। তিনি বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। নিহত নাইম উপজেলার দরবস্ত বাজারে একটি গ্রীল ওয়ার্কশপে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩শে আগস্ট) বেলা আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে ঢাকা হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাককে (ঢাকা- মেট্রো -ট ১৮-৫৬০৫) ওভারটেক করতে গেলে ট্রাকটি পাশাপাশি তাকে চাপা দিয়ে ১০-১৫ ফুট দুরুত্বে টেনে হিঁচড়ে নিয়ে যায়।
গুরুতর আহত নাঈমকে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ টিম। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করছিলো পুলিশ।