লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসলাইলের উত্তরাঞ্চলের গ্যালিলি অঞ্চলের দিকে রকেট হামলা চালিয়েছে। শনিবার (১৭ আগস্ট) অন্তত ৫৫টি রকেটে ছুড়েছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মিসজাভ আম অঞ্চলে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে দুই ইসরায়েলি সেনা আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। ইসরায়েলের এই হামলার জবাবে প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালালো হিজবুল্লাহ।
সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় মধ্যপ্রাচ্যে পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে হিজবুল্লাহ গত বছরের অক্টোবরেই হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলে তারা হামলা চালিয়ে যাবে। সেই সময়ের পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।