দিনভর সংঘর্ষে সন্ধ্যা ৬:৪০টা পর্যন্ত ৫১ জনের প্রাণহানি
4, August, 2024, 6:53:36:PM
স্বাধীন বাংলা ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে কর্মসূচিতে হামলা-গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকে হতাহত হয়েছেন। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-আওয়ামীলীগ-যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সন্ধ্যা ৬:৪০টা পর্যন্ত দেশব্যাপী ৬৭ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ঢাকায় এ পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
দিনভর সংঘর্ষে সারা দেশে ৫১ জন নিহত হলেন। নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৬ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৫২ জন নিহত হয়েছেন।
এদিন লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ৫৬ জন, ভর্তি ১৬ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, প্রেসক্লাব এবং মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৫৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।