রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুরে ইসিবিতে এক দফা দাবিতে প্রায় ৫০০ জন মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা যায়।
এ সময় সড়ক অবরোধ করে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা গেলেও সেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।