স্বাধীন বাংলা রিপোর্ট: পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টারা। টেকনোক্র্যাট কোটায় যারা প্রতিমন্ত্রী-উপদেষ্টা হয়েছিলেন তারা আজ রোববার পদত্যাগ করেছেন।
রোববার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি। এবার সকলেই পদত্যাগ করেছেন।