স্বাধীন বাংলা রিপোর্ট: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন চলছে। হরতালের প্রভাবে রাজধানীতে যান চলাচল খুবই কম। প্রাইভেটকার নেই বললেই চলে। যাত্রীবাহী বাস কিছুটা চলাচল করলেও যাত্রী সংকটে ভুগছে। ইসির তফশিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল কর্মসূচি চলছে।
হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) সকালে আটটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, আসাদগেট, কল্যাণপুর, আগারগাঁও, মিরপুর রোড, গাবতলী, মিরপুর-১, ২ ও ১০ নম্বর, পল্লবী, কালশী ও খিলক্ষেতে যান চলাচল কম ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য হরতাল পালনের ঘোষণা দেন তিনি।