যুক্তরাষ্ট্রের অধিবাসী, মৌলভীবাজারের অত্যন্ত পরিচিত মুখ, সেন্ট্রেল রোড নিবাসী, সদা হাস্যেজ্জল অমায়িক ব্যক্তিত্ব, সর্বজন স্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আবুল কালাম(মো:আব্দুল মতিন) আর নেই। নিউইয়র্ক সময় ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফুটবল কিংবদন্তি আব্দুল মতিন এক সময়ের মৌলভীবাজার মোহামেডান ক্লাবের কৃতি ফুটবলার, জেলা ক্রীডা সংস্থার ফুটবল দলের সাবেক সফল কোচ, আমেরিকাস্থ মৌলভীবাজার ডিষ্ট্রিক এসোশিয়েনের উপদেষ্টা। যুক্তরাস্ট্রে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের একাধিক বারের সফল কোচ(৩ বার চ্যাম্পিয়ান, ২ বার রানার্স আপ)। । তিনি ১ছেলে ও ১মেয়ে রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ১৭ই নভেম্বর, রোজ শুক্রবার জুম্মার নামাজের পর নিউইয়র্ক পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্টিত হবে। জানাজা শেষে উনার লাশ বাংলাদেশে নিজ এলাকা মৌলভীবাজার পাঠানো হবে।