সাইফুল ইসলাম, ধামরাই : ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যে ধামরাই জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালি শেষে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা , ব্যাচ চেয়ারম্যান সিরাজউদ্দিন সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ধামরাই এ কে এম মমিনুল হক প্রমুখ।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উদ্বোধনের পরপরই অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।