অমিত হাসান অপু, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে কেড়ির বড়ি খেয়ে মোঃ ইব্রাহীম মিয়া (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রবিবার রাত ১২টার দিকে কেড়ির বড়ি খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
নিহত ইব্রাহীম মিয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের মৃত নান্নু মিয়ার পুত্র।
ধরখার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ আশেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারনে তিনি বড়ি খেয়েছেন এ ব্যপারে তিনি কিছু বলতে পারেননি।
এই বিষয়ে নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আমরা তার পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।