বাংলাদেশে গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর সরকারের পদ্ধতিগত নিপীড়ন চলছে: মিলার
16, September, 2023, 3:43:39:PM
স্বাধীন বাংলা ডেস্ক:
বেশ কিছুদিন থেকে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বেশ সরব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার সহ অন্যান্য ইস্যুর ন্যায় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের বিচারিক ব্যবস্থা নিয়ে পশ্চিমারা কথা বলছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাজাপ্রাপ্ত অধিকার সম্পাদকের বিচারিক রায় নিয়ে ইঙ্গিহতপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, সরকারকে জবাবদিহির আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাথিউ মিলার এসব কথা বলেন।
ম্যাথিউ মিলারের বক্তব্যের ভিডিওর সঙ্গে বাংলায় পোস্ট করা ক্যাপশনে বলা হয়েছে, যেমনটা আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয়।
জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।
মিলার বলেন, যেভাবে আপনারা আমার প্রতিদিন বলা কথার জবাবদিহিতা নিশ্চিত করেন, তাদেরও নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি করতে পারা উচিত। হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যাওয়া তাদের জন্য আবশ্যিক।
তিনি আরও বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।