সুনামগঞ্জের জগন্নাথপুরের হালিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোঃ মঈনুল ইসলাম পারভেজ চেক জালিয়াতি মামলায় গ্রেফতারের পর জেলহাজতে রয়েছেন। চেক জালিয়াতি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
অধ্যক্ষ মোঃ মঈনুল ইসলাম পারভেজের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর শাহপুর গ্রামে। এছাড়া উনার বিরুদ্ধে কাগজপত্র জাতিয়াতি করে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।