ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিলে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুরের চালবন থেকে র্যাব-৯ এর একটি দল তাকে আটক করে। পরে রোববার রাতে তাকে আশুগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম নোমান। তিনি আশুগঞ্জের তালশহর ইউনিয়নের আন্দিদিলের বাসিন্দা।
ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিলে ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ির পাশের চাচা রাশেদ মিয়ার বাড়িতে হাতে মেহেদী লাগানোর জন্য যায় কিশোরী। এ সময় বাড়িতে রাশেদ মিয়াসহ তার স্ত্রী ঘরে ছিলেন না। এ সুযোগে রাশেদ মিয়ার ছেলে নোমান কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ধর্ষণের ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়ে নোমানের পরিবার। কিন্তু তাদের প্রস্তাবে রাজি হয়নি কিশোরীর পরিবার। ঘটনার পরের দিন কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ এপ্রিল দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ২৫ এপ্রিল কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রায় ১ মাসেরও বেশি সময় সুনামগঞ্জের নানা বাড়িতে আত্মগোপনে ছিল ধর্ষক নোমান। পরে র্যাব তাকে গ্রেফতার করে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, মামলা দায়ের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। র্যাবের হস্তান্তরের পর নোমান জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনও আমাদের কাছে এসেছে।