টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সনদপ্রাপ্ত দলিল লেখক,স্ট্যাম্প ভেন্ডারদের পেশাগত দক্ষতা, জবাবদিহিতা, শুদ্ধাচার, কর্মসেবার মানোন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২৯ মে) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন, জেলা রেজিস্ট্রার মো. মাজফুজুর রহমান খান।কালিহাতী উপজেলা সাব- রেজিস্ট্রার খ. নুরুল আমিনের সভাপতিত্বে দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর রিফাতের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন,দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা সাব- রেজিস্ট্রার মো. জাহিদুল হক, ঘাটাইল উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান,টাঙ্গাইল সদর সাব-রেজিস্ট্রার বুলবুল আহমেদ, কালিহাতী সহকারি সেটেলম্যান্ট অফিসার মো. জহির উদ্দিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন প্রমুখ।এছাড়াও দলিল লেখক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম সরকারসহ উপজেলার সনদপ্রাপ্ত দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডাররা উপস্থিত ছিলেন।