আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখে গেলেন পুলিশ সদস্য রনি
25, May, 2023, 3:29:53:PM
স্টাফ রিপোর্টার :
রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মৃত্যুর আগে ফেসবুক স্টোরিতে তিনি লিখেছেন, `আমার জন্য আমিই দায়ি`। বনানী থানার ওসি বলছেন, আত্মহত্যা করেছেন ওই পুলিশ সদস্য।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল তার। সেখানে একটি বাথরুমে গিয়ে তার নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। সে সময়ে সেখানে সে একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকাল পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ডিসি গুলশান।
রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিল। মিরপুর পুলিশ লাইনে থাকতো। ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে রনির বাড়ি। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন।