পুলিশের সঙ্গে সংঘর্ষ: খুলনায় বিএনপির ১৩০০ নেতা-কর্মীর নামে মামলা
20, May, 2023, 3:12:48:PM
খুলনা, প্রতিনিধি :
পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪৯ নেতা-কর্মীসহ অজ্ঞাত ১২০০ থেকে ১৩০০ জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় পুলিশের মামলা হয়েছে।
শুক্রবার (১৯ মে) রাতে বাদি হয়ে মামলাটি করেন উপপুলিশ পরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
এদিন বিকালে খুলনা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে চাইলে অনমুতি না থাকায় পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ দলটির।
এ ঘটনায় শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০০ থেকে ১৩০০ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে শুক্রবার রাতে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।