ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চালুর দাবিতে প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে তালা খুলে দেয় তারা। এর আগে বেলা ১২টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, গত তিন বছর ধরে বিশ্বদ্যিালয়ে বার্ষিক ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য টুর্নামেন্টগুলো আয়োজন করা হচ্ছে না। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোতে টিম পাঠাতে অনীহা প্রকাশ করে কর্র্তৃপক্ষ। এই খাতে আমরা প্রতি বছর ফি দিলেও আন্দোলন করে আমাদের টুর্নামেন্টে অংশ নিতে হয়।
আন্তঃবিভাগ ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য টুর্নামেন্ট চালুর দাবিতে বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে তালা ঝুঁলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় অফিসে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। সেখানে দেড় ঘণ্টা অবস্থানের পর দুপুর ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস হতে কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক ও শিক্ষার্থীদের বাসগুলো আটকা পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে আলোচনায় বসে শিক্ষার্থীরা। এতে দ্রুত সময়ের মধ্যে খেলা চালুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন,‘আমরা আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চালুর জন্য বিভাগগুলোতে চিঠি পাঠানোর ব্যবস্থা করেছি। এছাড়াও অন্যান্য খেলাগুলো চালুর বিষয়ে ভিসির সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন,‘ শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের সাথে কথা বলে শনিবারের ভেতরে বিষয়টি সমাধান করা হবে।’