জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভ্যান্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার জগন্নাথপুর সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে আমন সংগ্রহ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় উপজেলা কারিগরি খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব চন্দ্র দাস, জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিতেন্দ্র মালাকার, জগন্নাথপুর খাদ্য গুদাম কর্মকর্তা শিমলা রায়, রাণীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুল হক চৌধুরী, জগন্নাথপুর খাদ্য গুদাম সহকারী নিরঞ্জন বিশ্বাস প্রমুখ।
এবার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১১২০ টাকা মণ দরে ৪৬২ মেট্রিকটন ধান সংগ্রহ করবে সরকার। সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নির্বিঘ্নে সরকারের কাছে উচ্চমূল্যে ধান বিক্রি করার জন্য সকল কৃষকদের প্রতি আহবান জানান জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব।