রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আমন ধানের ফসলের মাঠ এখন সবুজের সমারোহ। প্রকৃতির সাজে সেজেছে ফসলের মাঠ। বাতাসে দোল খাচ্ছে আমন ধানের সবুজ পাতাগুলো। বিগত কয়েক বছর আগে অত্রাঞ্চলে পানির নানা সমস্যার কারণে তেমন ফসল না হলেও বর্তমানে স্থানীয় কৃষি বিভাগের প্রচেষ্টায় আশার আলো দেখছেন উপজেলার কৃষকেরা। বলা চলে এখন একটি জমিতে ২ থেকে তিনটি ফসল আবার কোন কোন জমিতে ৩ থেকে ৪ টি ফসল হচ্ছে।
গতকাল বিকেলে উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, ধানের গাছ গুলো সুন্দর সতেজ হয়েছে এবং ধানের গোড়া বেশ শক্ত ও মজবুৎ হয়েছে। উপজেরার বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার আমন ধানের বাম্পার ফলনের সম্বাবনা রয়েছে।
যদিও এ বছর প্রথম দিকে আশানারুপ বৃস্টি না হওয়ার কারনে শ্যালোমেশিন, গভীর নলকুপ ও মটরচালিত সেচ পাম্প দিয়ে আমনের চাষাবাদ করেছেন। ফলে খরচ একটু বেশি হলেও সময় মতো উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেয়ে কৃষকরা জমিতে যে পরিশ্রম করেছে তাতে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।