পিরোজপুর প্রতিনিধি বকুল বেগম এর পিরোজপুরের ইন্দুরকানী শাখার পত্তাশী সমিতির একজন সদস্য। সে ২০২১ সাল থেকে মুসলিম এইড এর সাথে জড়িত। দু সন্তানের জননী বকুল বেগম এর স্বামী বিভিন্ন জনের বাগান থেকে কলা ক্রয় করে বাজারে বিক্রি করতেন এবং সেখান থেকে অর্জিত মুনাফা দিয়ে সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতেন। বকুল বেগম নিজেদের একটা কলা বাগানের স্বপ্ন দেখতেন, কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে সে স্বপ্ন পুরন হয়না।
মুসলিম এইড বাংলাদেশ এর বিনিয়োগ গ্রহিতাদের থেকে মুসলিম এর সম্পর্কে জানতে পেরে পত্তাশী সমিতিতে ভর্তি হন এবং প্রথম বার মুনাফায়৪০ হাজার টাকা বিনিয়োগ গ্রহণ করে কলা বাগানের কাজ শুরু করেন অদম্য এই নারী এবং স্বপ্ন পুরনের কাজ শুরু করেন। দ্বিতীয় ধাপে বকুল বেগম আবারো মুনাফায়৬০ হাজার টাকা বিনিয়োগ গ্রহণ করেন এবং কলা চাষের পরিধি বৃদ্ধি করেন। তিনি এখন ৬০শতাংশ জমিতে কলার চাষ করছেন, পরবর্তিতে চাষের পরিধি আরো বৃদ্ধি করতে আগ্রহী।
ওই সংস্থার ইন্দুরকানী শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন জানান, বকুল বেগমের মত আগ্রহী হাজারো বকুল বেগমকে সাবলম্বী করতে মুসলিম এইড বাংলাদেশ এর সহায়তা চলমান রাখবে, ইনশাআল্লাহ। এখন সে বাগান থেকে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করে থাকেন, কলা চাষের পাশাপাশি হাঁস মুরগী পালন ও বাড়ির আঙিনায় বিভিন্ন জাতের শাক-সব্জি ও চাষ করে থাকেন।
বকুল বেগম এবং তার স্বামীর সাথে কথা বলে জানা যায়, তাদের সংসার বর্তমানে সুখের সংসার। আর্থিক সহযোগিতা করায় মুসলিম এইড বাংলাদেশ এর প্রতি দুজনেই কৃতজ্ঞ প্রকাশ করেন।