বেড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক
23, June, 2022, 12:49:53:PM
বুলবুল হাসান, বেড়া পাবনা বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ২২ শে জুন বুধবার বিকেলে চরনাগদা গ্রামের বন্যা কবলিত মানুষের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন পাবনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ বিশ্বাস রাসেল হোসেন। এ সময় জেলা প্রশাসকের দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের মাঝে নগদ ১ লক্ষ পঞ্চাশ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক মোঃ বিশ্বাস রাসেল হোসেনর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিমুল আকতার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সবুর আলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফুল ইসলাম বেড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকার ও গণমাধ্যম কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সবুর জানান ইতিমধ্যে বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্থ ৩২৩ পরিবার কে ৩০ কেজি করে চাউল বিতরন করেছি। ৭৫ টি পরিবারে আজ নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া আগামীকাল নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকার জন্য ৫ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।