মানিকগঞ্জ সদর এলাকার আজাহার হত্যা মামলার দীর্ঘ ৩১ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ কাওছারকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
মানিকগঞ্জের চাঞ্চল্যকর আজাহার (৪০) হত্যা মামলার দীর্ঘ ৩১ বছর ধরে পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য গতকাল রাতে রাজধানীর গুলশান থানাধীন বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কাওছারকে (৬৩) গ্রেফতার করতে সমর্থ হয়।
জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ কাওছার (৬৩) ও ভিকটিম আজাহার (৪০) মানিকগঞ্জ জেলার চর হিজুলী গ্রামে বসবাস করত এবং একই এলাকায় চাষাবাদ করতো এবং একসাথে ইরি ধানের ক্ষেতে পানি সেচের ব্যবসা করতো। সেই সুবাদে তাদের মধ্যকার ভালো সম্পক ছিলো। এক পর্যায়ে ভিকটিমের বিবাহিত বোন অবলার সাথে আসামী কাওছারের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে ঘটনার দিন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আসামীর লাঠির আঘাতে আজহারের মৃত্যু হয়। পরে মৃতের আপন ছোট ভাই মোঃ আলী হোসেন (বর্তমানে মৃত) বাদী হয়ে আসামী কাওছারসহ সর্বমোট ৭ জনকে আসামী করে একই দিন মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন একপর্যায়ে কাওসার আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে আজাহার হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে ১৯৯২ সালের শেষের দিকে মানিকগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ মোঃ কাওছারকে মৃত্যুদন্ড, অপর আসামী ওমর, রুহুল আমিন, আসমান ও রফিজ প্রত্যেককে যাবজ্জীবন সাজা প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীগণ ৫ বছর সাজাভোগের পরে উচ্চ আদালতে আপিল করে বর্তমান আদালতের নির্দেশে জামিনে আছে। পলাতক আসামী মোঃ কাওছার মামলা বিচারাধীন থাকাবস্থায় ২ মাস হাজতে থেকে জামিনে বের হওয়ার পর থেকেই গত ৩১ বছর পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।