আখাউড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন
13, May, 2022, 5:53:43:PM
মোঃ রেজাউল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মোগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ২ ভাইস চেয়ারম্যানসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আখাউড়া পৌরসভার মেয়র ও আওয়মী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শাফি, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, নাসরিন শফিক আলেয়া, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে পরিষদের সদস্যদের সাথে পরামর্শ না করে নামে বেনামে বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার অনিয়ম করছে। তাছাড়া পিআইসির নামে পরিষদের টাকা লোপাট করছে এবং এডিপি, জাইকাসহ বিভিন্ন প্রজেক্টের টাকা নিজের ইচ্ছেমতো প্রকল্প দিচ্ছে। এসময় বক্তারা উপজেলা চেয়ারম্যানের প্রকল্পগুলো দুদকের মাধ্যমে তদন্ত করার আহ্বান জানান। চেয়ারম্যানের ক্ষমতার দাপটে উনার আত্মীয় স্বজনরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করা হয়।
এসময় তারা আরো বলেন, উপজেলা পরিষদের ৯ জন সদস্যের মধ্যে ৮ সদস্য উনার বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছে এবং তারা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি প্রেরণ করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন বলে এ সময় আশা প্রকাশ করেন বক্তারা।