রাঙ্গামাটির নানিয়ারের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে মাত্রারিক্ত ফরমালিন মেশানো প্রায় পাঁচ শতাধিক কাঁঠাল জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত এসব ফরমালিনযুক্ত কাঁঠাল ধ্বংস করে উপজেলা প্রশাসন। একই সাথে কাঁঠাল ব্যবসায়ী মাঃ শহীদকে নগদ ৩০ হাজার টাকা অর্থদ- প্রদান করে।
শুক্রবার নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।
এ ধরনের ফরমালিন যুক্ত খাবার খেয়ে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই ফরমালিন আমদানি, বিক্রি, ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে যেসব আইন ও বিধিমালা করা হয়েছে তার সঠিক বাস্তবায়ন দরকার। তাহলে এই অপরাধ দমন অনেকটা সহজ হবে৷
খাবারে ফরমালিন মেশানো শাস্তিযোগ্য অপরাধ। খাদ্যে ও ফলে ফরমালিন মেশালে দায়ী ব্যক্তিদের শাস্তির মাত্রা এমন করতে হবে যেন তারা ভবিষ্যতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায় বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।