অনৈতিকভাবে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোজ্য তেল মজুতের অপরাধে হরিপদো এন্ড সন্স (তীর তেলের পরিবেশক ডিলার) নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে তীর তেলের পরিবেশক ডিলারকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, ঈদের আগে ৫ লিটারের বোতল জাত তেল সংকটের নেপথ্যে ছিল অতি মুনাফা ও অবৈধ মজুদ। ৫ লিটারের বোতলজাত তেল ডিলারের দোকানে না পাওয়া গেলেও আজকের অভিযানে তার গোডাউন থেকে বেরিয়ে এসেছে ১৩ শত লিটারের বেশি অবৈধ মজুদকৃত বোলতজাত ভোজ্য তেল উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ না করায় বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। উচ্চ মুনাফার আশায় ডিলার এমনটি করেছে। এমন অসাধু ব্যবসায়ীদের জন্যই বাজারে বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। তীর তেলের পরিবেশক (ডিলার) হরিপদো এন্ড সন্স বাজারে তেল সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরির দায়ে ভোক্তা অধিকার আইনে এক লক্ষ টাকা অর্থদ- এবং ন্যায্য মূল্যো জব্দকৃত তেল ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়েছে।
তিনি আরো বলেন, গত চার দিনে জেলার বিভিন্ন বাজার থেকে সাড়ে তিন হাজার লিটার বোতল জাত তেল জব্দ করা হয়। সেই সাথে ১২টি প্রতিষ্ঠানকে প্রায় তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।