কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় যুব জোট উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম (৩৮) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় তার উপর হামলা চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। রাত ১টা ২০মিনিটের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। নিহত মাবুবব খান উপজেলার আমদহ বোডপাড়া গ্রামের আলাউদ্দিন খানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত-পায়ের সমস্ত রগ কেটে ফেলা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান, মাহবুব খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এই হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শী মামুন জানায়, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, মামুন এবং আরও একজন ভ্যানযোগে আল্লার দরগা বয়ান মোড়ে পৌঁছালে ২/৩ জন তাকে মুখ চেপে ধরে ভ্যান থেকে নামায় এবং সন্ত্রাসী আলীরাজ বাদশা, বকুল, মাসুম, জামাত চোর, রাজা, রেজু, রাজিব, শাহীন সহ ২০-২৫ জন সন্ত্রাসী জোর করে সালামকে ভ্যান থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।
মামুন আরো জানায়, পাশেই অন্ধকারে থাকা টোকেন ও সেলিম চৌধুরীর নির্দেশেই তার উপর হামলা চালায়। হত্যাকান্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।