নিজস্ব প্রতিবেদক, ঢাকা আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পুরাতন পোশাকে। এসব পথশিশুদের কাছে প্রতিবছরের মতো এবারও ঈদের উপহার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
আজ বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁও প্রবীন হসপিটাল অডিটোরিয়ামে শতাধিক শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রভাতের ঈদ উৎসব ও ইফতার আয়োজন।’ এ আয়োজনে প্রভাত আনন্দ স্কুল এর সুবিধা বঞ্চিত শিশুর সাথে একই কাতারে ইফতার করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
শিশুদের আয়োজনে উপস্থিত ছিলেন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা, দাতা সদস্যসহ বিভিন্ন শাখার সদস্যরা।
দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনটি ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার, সাহিত্য-সংস্কৃতিক কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।