আতিকুল ইসলাম আতিক: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে নানান পর্যালোচনা করছেন যুক্তরাজ্যের নাগরিকরা। কেউ যুদ্ধের পক্ষে কথা বলছেন। আবার কেউ যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। শান্তি প্রিয়রা কোনোভাবেই যুদ্ধকে সমর্থন করছেন না। এই যুদ্ধ বিশ্বব্যাপী ভয়াবহ পরিণাম ডেকে আনবে বলে দেশটির অনেক নাগরিকই মনে করছেন। আলোনচায় জোরালো হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ জন্ম নিতে পারে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থেকে। যা বিশ্ববাসীর জন্যে কোনোভাবেই কল্যাণকর নয়। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী সিলেটের সাবেক প্রথম সারির ছাত্রনেতা আবদুর রকিব চৌধুরী ওইসব তথ্য জানিয়েছেন। রোববার বিকেল সাড়ে চারটায় তিনি কথা বলেন। জানান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যের বাজার টালমাটাল। আবদুর রকিব চৌধুরী জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই তার বিরূপ প্রভাব পড়তে শুরু করে লন্ডনে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রাইসিস দেখা দেয় বাজারে। আমদানিকৃত জিনিসপত্র রাস্তায় আটকে পড়ায় ওই সংকট সৃষ্টি হয়। শপগুলোতে জিনিসপত্র সরবরাহ অনেক কমে যায়। যার প্রভাব পড়েছে যুক্তরাজ্যের বাজারে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের দাম এখন প্রায় দ্বিগুন। শিশু খাদ্যের অবস্থাও প্রায় একই ধরণের আবদুর রকিব চৌধুরী জানাচ্ছিলেন, সম্প্রতি বাংলাদেশের অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন উচ্চ শিক্ষা লাভের জন্যে। এসব শিক্ষার্থীর অনেকেই বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। কঠিন অবস্থার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। তিনি জানান, দেশটির সরকার ইতোমধ্যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদের ঠাঁই হবে না যুক্তরাজ্যে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের অনেক নাগরিক অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করতে যাচ্ছেন। এদেরকে পাঠিয়ে দেয়া হবে আফ্রিকার রুয়ান্ডায়। অবৈধ নাগরিকদের ঠাঁই হবে রুয়ান্ডায়। যুক্তরাজ্যের সরকার এই বিষয়ে রুয়ান্ডা সরকারের সাথে চুক্তিও সম্পন্ন করেছে।