ইবি প্রতিনিধি : দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রকৃতির স্বর্গরাজ্যে অবস্থিত এই ক্যাম্পাসটি তার অপরূপ সৌন্দর্যের জন্য সকলের কাছেই পরিচিত। শীত মৌসুমে রঙ-বেরঙের ফুলের সৌরভে ক্যাম্পাসটি যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে। ইট পাথরের তৈরি ভবনগুলোর সামনে দ্যুতি ছড়াচ্ছে বাহারি রকমের ফুল। নজড়কাড়া এসব ফুলের স্নিগ্ধতা মুগ্ধ করছে সকলকে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, প্রশাসন ভবন এলাকা, প্রকৌশল অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভিন্ন হল ও একাডেমিক ভবনসমূহের সামনে দেখা মিলছে বাহারি ফুলের সমারোহ। ছাত্রীহল এলাকায় রাস্তার দুই ধার দিয়ে গড়ে উঠেছে ছোট ছোট ফুলের সারি। এর মধ্যে রয়েছে গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, রঙ্গন, জারবিরা, জবা, ঝাউ, হাসনাহেনা, বেলি, ফায়ারবল, নয়নফুল, চন্দ্রমল্লিকা, মোরগঝুটি সহ আরো আছে কসমস, জুঁই, চামেলি, টগর, বেলি, ক্রিসমাস ও পাতাবাহারসহ নানান জাতের ফুল। এসব ফুলের মন মাতানো সৌন্দর্যে সুশোভিত গোটা ক্যাম্পাস। দেখলে মনে হবে যেন শিল্পীর রঙ তুলিতে আঁকা নয়ন জুড়ানো কোনো ছবি। ক্লাস শেষে কিংবা অবসর সময় কাটাতে ফুল বাগানের পাশে খোশ গল্পে মেতে উঠছে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের কেউ গল্পের অগোচরে প্রেয়সীর খোপায় ফুল গুজে দিচ্ছে আবার কেউবা প্রিয় মানুষটিকে ফুল দিয়ে প্রেম নিবেদন করছে। এছাড়াও ক্যাম্পাসের অপার এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসছেন হাজারও পেশার মানুষ। সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা মেতে উঠছে সেলফিতে। ক্যাম্পাসে ঘুরতে আসা ইসলামী বিশ^বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী বলেন, প্রাণের এই ক্যাম্পাস ছেড়েছি ৯ বছর হলো। হৃদয়ের আর্কাইভে এখনও ক্যাম্পাসের স্মৃতিগুলো জীবন্ত। কাজের ফাকে একটু সময় পেলেই পরিবার নিয়ে ঘুরতে আসি এখানে। এই শীত মৌসুমে ফোটা ফুলগুলোর জন্য ক্যাম্পাসটা আরও সুন্দর লাগছে। লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজিফা তাসনিন বলেন, ফুলের চাদরে মোড়ানো ক্যাম্পাস এক মায়াবি রূপ ধারন করেছে। ক্যাম্পাসের এই নয়নাভিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ। সারা বছর ইবির বুকে ফুটে থাকুক এমন হাজারো নয়নয়ভিরাম ফুল।