অর্থনৈতিক প্রতিবেদক : লকডাউনের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে-ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে-ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৪ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮২ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।