স্বাধীন বাংলা ডেস্ক : হালের বিজ্ঞানীরা করোনাভাইরাসের এক কার্যকরী চিকিৎসার কথা বলছেন। মেডিসিনাল সিগন্যালিং সেল (এমএসসিএস) থেরাপি ব্যবহার করে করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছে তারা।
এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালে ব্যাখ্যা করেছেন কেভিন কিমবারলিন। এরই মধ্যে দুইটি গবেষণায় এই থেরাপির কার্যকারিতা প্রমাণ পাওয়া গেছে। এই সেলগুলো মৃতের হার অনেকাংশে কমাতে সাহায্য করে।
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, এই সেল ভাইরাসকে নির্মূল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে মেরামত করে। একই সাথে এতগুলো কাজ করার ক্ষমতা করোনার অন্য কোনো ওষুধে এখন পর্যন্ত দেখা যায়নি।
গুরুতর অসুস্থ রোগীর উপর থেরাপিটি প্রয়োগ করা হয়েছে। এতে করে ১২ জনের ১০ জন সুস্থ হয়েছেন এবং দ্বিতীয় গবেষণায় ১৩ জনের ১১ জন সুস্থ হয়েছেন। তবে এই চিকিৎসার জন্য কত খরচ পড়বে তা এখনো স্পষ্ট জানা যায়নি।