ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতন হয়েছে ২৪.১৬ পয়েন্ট। এ নিয়ে টানা চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক নিম্নমুখী মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে বাজার সংশ্লিষ্টরা বলেন, পুঁজিবাজারে তারল্য সংকটও বাড়ছে। মাত্র ৪ কার্যদিবস আগে ৫ আগস্ট ডিএসইতে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। কিন্তু এরপর থেকেই যেন পেছনের দিকে হাঁটছে বাজার। লেনদেন নেমে এসেছে ৫০০ কোটি টাকার ঘরে। মঙ্গলবার দিনশেষে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন কমেছে ১১৩ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন কমার এ হার ১৭.১৭ শতাংশ।
ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ৩৭ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকা। ১৬ কোটি ৮৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোক্যামিকেল, বেঙ্গল উন্ডসোর, গ্রামীণফোন, অ্যাপলো ইস্পাত, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪৭.২৫ পয়েন্ট কমে দিনশেষে ৮ হাজার ৯৬০.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।