নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) খাগড়াছড়ি জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বাসদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জাহেদ আহম্মেদ টুটুল, সদস্য কবির হোসেন, নাজির হোসেন ও কৃষ্টি চাকমা প্রমুখ। মানববন্ধন থেবে বক্তারা বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ না করলে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। তাই জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখার স্বার্র্থে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট রোড হয়ে আবার শাপলা চত্বরে এসে শেষ হয়।