কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধরে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সপর্দ করেছে এক যুবককে।
ঘটনার বিবরনে জানা গেছে আজ সকাল ৮টায় কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (বালিয়াভাঙ্গা হাইস্কুল) এর ৮ম শ্রেণির ছাত্রী বালিয়াভাঙ্গা নওশের মুন্সির বাড়ী হতে প্রাইভেট পড়ে বাড়ীর যাবার পথে উপজেলার সিতাইকুন্ড গ্রামে মোতালেব শেখের লম্পট ছেলে তাওহিদ শেখ (২৩) মুখে টেপ লাগিয়ে, ব্যাটারী চালিত ভ্যানে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় উনশিয়া মোড়ে গেলে জনতার সন্দেহ হলে অপহরণকারী তাওহিদকে গনধোলাই দিয়ে পুলিশে সপর্দ করে জনতা। পরে ওই ছাত্রীকে কোটালীপাড়া ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজ বলেন, ঘটনা সত্যতা পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে।